কুনুস্তোড়িয়া এরিয়ার জিএম কার্যালয়ের গেটের সামনে অধিকার সংগঠনের বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS

কুনুস্তোড়িয়া এরিয়ার জিএম কার্যালয়ের গেটের সামনে অধিকার সংগঠনের বিক্ষোভ

বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :ইসিসিএল এর কুনুস্তোড়িয়া এরিয়ার জিএম কার্যালয়ের গেটের সামনে মঙ্গলবার সকাল ন’টা থেকেই অধিকার সংগঠনের ব্যানারে ইসিএল এর প্রাইভেট সিকিউরিটির অসংখ্য কর্মী তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জিএম কার্যালয়ের গেট আটকে রেখে বিক্ষোভে সরব হয় তারা। বিক্ষোভকারীদের দাবি গত কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারেন পহেলা ডিসেম্বর থেকে প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা আর থাকছে না ই সি এলে। এ বিষয়ে জানার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি দীর্ঘ ৩২ বছর ধরে তারা ইসিএলের নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন। বহুবার বহু সমস্যার পড়লেও ইসিএল কর্তৃপক্ষ তাদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এর পূর্বে ২০১৭ সালের ১৮ মাস বন্ধ থাকে তাদের কাজ । পরে দীর্ঘ আন্দোলনের পর তারা ফিরে পান তাদের কাজ। এবার ফের কাজের নিয়োগ হওয়ার পর বহু দফায় তাদের বেতন বিভ্রাট হয়, বর্তমানে তারা তিন মাস বেতন না পেয়েও লাগাতার তাদের কাজ করে চলেছেন, এরপর আবার নতুন করে কাজ থেকে সরিয়ে দেওয়ার কথা জানায়, তারা আতঙ্কিত। তাদের দাবি অবিলম্বে বকেয়া বেতন প্রদানের সাথেই নতুন করে টেন্ডার দেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। মঙ্গলবার এ বিষয়ের প্রেক্ষিতে তারা দীর্ঘক্ষণ ধরে জিএম কার্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ই সি এল ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বিক্ষোভকারীদের কয়েকজনকে ডেকে পাঠানো হলে তারা কর্তৃপক্ষ সাথে কথা বলে অস্থায়ীভাবে তাদের আন্দোলন প্রত্যাহার করলেও, তাদের দাবি মানা না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন মোহাম্মদ সিরাজুল, অশোক সাউ, নিমাই গড়াই, অনুপ গোপ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!