গ্রাম ঘরের মহিলাদের বিভিন্ন বামপন্থী আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান বামফ্রন্টের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জী
বাপ্পা ব্যানার্জী জামুড়িয়া :রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)অজয় ইস্ট এরিয়া কমিটির ডাকে জামুড়িয়া বাহাদুরপুর ব্লক অফিসের মাঠে জনসভার আয়োজন করা হয়।এই জনসভা চলাকালেই বামফ্রন্টের একটি প্রতিনিধি দল ১০০ দিনের কাজ দেওয়া,একশ দিনের কাজের বেতন দেওয়া,সঠিকভাবে রেশন বণ্টন,সঠিকভাবে আবাস যোজনার বন্টনসহ ১২দফা দাবি নিয়ে জামুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বামফ্রন্টের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জী।মিনাক্ষী এই জনসভা থেকে রাজ্য ও কেন্দ্র সরকার কে তুলোধোনা করেন।
দুর্নীতি প্রশ্নে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে এক ছাতা তলে বসালেন তিনি। প্রতিটি পঞ্চায়েত বিডিও অফিস সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান লাল ঝান্ডা ধরা মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে। তিনি গ্রাম ঘরের মহিলাদের বিভিন্ন বামপন্থী আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান
গ্রাম ঘরের মহিলাদের বিভিন্ন বামপন্থী আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান বামফ্রন্টের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জী ASANSOL EXPRESS NEWS
