কল্যাণ মণ্ডল পান্ডবেশ্বর: দুর্গাপুর ADI’S Dance Academy-র অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে। এই নিত্য একাডেমীটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। ধীরে ধীরে অষ্টম বছরে পা দিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন বোর্ড অফ এডমিনিস্ট্রেটার পাল মৃগেন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্য একাডেমীর কর্ণধার রুমেলা সুর বলেন, এই নৃত্য একাডেমিতে ২১০ জন বাচ্চা ছেলেমেয়েরা নৃত্য শেখেন। এবং তিনি আরও বলেন তার এই নৃত্যস্কুলটি চন্ডিগড় বোর্ডের অ্যাফিলিয়েটেড।সাংস্কৃতিকপূর্ণ দূর্গাপুর কে আরো সাংস্কৃতিশীল উন্নতির শিখরে আমরা পৌঁছাতে চাই। এই ব্যস্ত নিত্য-নৈমিত্তিক জীবনের একঘেয়েমি কাটি উঠতে দুর্গাপুরের বাচ্চাদের মা-বাবার কাছে আবেদন ছেলে মেয়েদের নাচের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও সৃষ্টিশীল করে তোলা প্রয়োজন।
বাচ্চাদের মা-বাবার কাছে আবেদন ছেলে মেয়েদের নাচের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও সৃষ্টিশীল করে তোলা প্রয়োজন।ASANSOL EXPRESS NEWS
