বাপ্পা ব্যানার্জী আসানসোল:উত্তর প্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা সুদেষ কুমার মানবতার প্রচার সহ বেকার সমস্যার সমাধানের দাবিতে দেশের রাজধানী দিল্লি থেকে কলকাতার দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন।বুধবার তিনি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কুলটির ডুবুরডিহি চেক পোষ্ট হয়ে ১৯ নং জাতীয় সড়কের চৌরঙ্গী মোড়ে পৌঁছান। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এখনো পর্যন্ত প্রায় ১৩০০ কিমি সফর তিনি করে ফেলেছেন বিগত দুইমাস ধরে। তবে চলার পথে তার সব চেয়ে বড় সমস্যা হয়েছে জাতীয় পতাকা হাতে সূর্যাস্তের পর যাত্রা রহিত হওয়া। কারণ সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে জাতীয় পতাকার উড্ডিন সম্ভব নয়। তাই সেই সময় তিনি বিশ্রাম নিতে বাধ্য হন। পেশায় তিনি একজন দিন মজুর। এর আগে তিনি উত্তর প্রদেশের নিজের জেলা ও বাসস্থান থেকে সাইকেলে দিল্লি যাত্রা করেছিলেন।
বেকার সমস্যার সমাধানের দাবিতে দেশের দিল্লি থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রাASANSOL EXPRESS NEWS
