BAPPA BANERJEE আসানসোল :মোদি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে আসানসোলের মহিশিলাতে এলেন ,প্রতিরক্ষা ও টুরিজিম দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট।সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারত প্রতিটি ক্ষেত্রে অনেক আত্বনির্ভর হয়েছে ।ডিফেন্সের ক্ষেত্রেও অনেক আগে বেড়েছে । বাংলায় অশান্তি প্রসঙ্গে অজয় ভাট বলেন, আমাদের দল ব্যবস্থা...